26.3 C
Khulna
Friday, May 23, 2025

হারিয়ে যাওয়া ১৭ মোবাইল উদ্ধার করল খুলনা জেলা পুলিশ

খুলনায় বিভিন্ন সময় হারিয়ে বা চুরি হওয়া ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা মোবাইল ফোন ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান গণমাধ্যমকে বলেন, জেলা পুলিশের বিশেষায়িত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, বটিয়াঘাটা, কয়রা, দাকোপ, তেরখাদা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা এলাকা থেকে হারানো মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধারের পর মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল করলে তথ্য দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেয়ার আগে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিতে পরামর্শ দেন তিনি।

news sources:alokitobangladesh

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ