খুলনা: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বটিয়াঘাটা বাজারের উত্তরপাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। দেখে মনে হয় দুই দিন আগের মরদেহ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল জানান, মরদেহের পরনে একটি জিন্সের প্যান্ট ছিল।
News Sources: https://cutt.ly/nQ1lBgl