খুলনার ইট বহনকারী ট্রলির ধাক্কায় যুথী পাল (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে রূপসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুথী পাল পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে এবং তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলির ধাক্কায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় ট্রলিসহ চালক আটক হয়েছে।
রূপসা থানা পুলিশ জানায়, যুথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর সেতুর কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।