পোল্যান্ডকে শক্তিশালী দল ধরে নিয়েই মেসিদের মাঠে নামবেন কোচ। ম্যাচ নিয়ে সাজিয়ে রেখেছেন পরিকল্পনাও। রণাঙ্গনের পরিকল্পনা সংবাদ সম্মেলনে প্রকাশ করতে রাজি না, সেটা পোলিশ সাংবাদিকের প্রশ্নেই বুঝিয়ে দিয়েছেন তিনি।
স্কালোনি বললেন, ‘শেষ ষোলয় কী হবে সেটা তো পরের ব্যাপার। এখন আমাদের পোল্যান্ডকে হারাতে হবে সেটাই আমার পরিকল্পনা।’
প্রথম হারের কারণে এখন নানা হিসাব করতে হচ্ছে। আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ যখন চলবে তখন একই সময়ে মেক্সিকো-সৌদি আরবের খেলাও চলবে। মেক্সিকোর পয়েন্ট ১, যেখানে সৌদি আরব ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। মেসিরা ৩ পয়েন্ট পেলেও গোল গড়ের কারণে তারা টেবিলের দ্বিতীয় স্থানে। সংবাদ সম্মেলনে এসে কোচ স্কালোনিও পোল্যান্ড প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হলেন। স্কালোনি ভয় পাচ্ছেন পোল্যান্ডকে। পোল্যান্ড কী করতে পারে সেটা নাকি ভালোই জানা আছে আর্জেন্টিনার এই কোচের। স্কালোনি পরিষ্কার জানিয়ে দিলেন পোল্যান্ড আর্জেন্টিনার খেলার স্টাইলে আঘাত করবে। স্বাভাবিক খেলাটা খেলতে দেবে না।’ আর্জেন্টিনার মতো তারকানির্ভর দল না পোল্যান্ড।
তার কথায় পরিষ্কার। আজই ফাইনাল আর্জেন্টিনার। খেলা শুরু হবে রাত ১টায়।