27.9 C
Khulna
Tuesday, July 8, 2025

খুলনায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

খুলনার কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৫টায় উপজেলার আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে মাংস জব্দ করা হয়।
জানা গেছে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের ওপর চার বস্তা হরিণের মাংস ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ড। গোপন সংবাদে আংটিহারা বাঁধে অভিযান চালায় তারা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় ঢাকা মেইলকে বলেন, কোস্টগার্ড অভিযানে চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ