26 C
Khulna
Friday, May 23, 2025

খুলনা বিএল কলেজের পুকুর পাওয়া লাশের পরিচয় মিলেছে

খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজের পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মো. নাইমুর রহমান তন্ময়।

খালিশপুর নয়াবাটি এলাকার আমীর হোসেনের ছেলে। দৌলতপুর দিবা-নৈশ কলেজে দ্বিতীয় বর্ষে পড়তো।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল বলেন, সিআইডির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় নিশ্চিত হই। পরবর্তীতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি।ওই তরুণ খুলনা দৌলতপুর দিবা-নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, গানবাজনা করতো। পারিবারের মাধ্যমে আমারা আরও জানতে পেরেছি সে নেশাগ্রস্ত ছিল। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।

দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবু জাফর ‍ বলেন, তন্ময় ঈদের আগের দিন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর তিনি বাড়ি ফেরেনি। কেউ তাকে খুন করে এখানে ফেলে গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে সব পরিষ্কার হবে যাবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ