25.4 C
Khulna
Sunday, August 24, 2025

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে।

তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এ দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।
শুক্রবার (২ মে) দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য হাফেজ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) হেমোটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান হাফেজ ড. এ বি এম ইউনুস ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের পরিচালক ডা. স.ম খালিদুজ্জামান।

মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হাফেজ মো. আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন হ্যামকো গ্রুপের পরিচালক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন তালুকদার, মো. সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, আবুল কালাম পাঠান, মাওলানা আব্দুস সাত্তার, হারুনুর রশীদ , হাফেজ আব্দুস সবুর, মাদরাসার মোহতামিম হাফেজ মো. ইব্রাহিম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইয়েমেন এর ক্বারী বিলাল আবদুল্লাহ আল আকবারী।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ