স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, শুধু এপিবিএনের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। র্যাব পুনর্গঠনের সিদ্ধান্তও হয়েছে। তিনি আরও বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন পরিশোধ, পশুর হাটে নিরাপত্তায় ১০০ আনসার মোতায়েন ও মহাসড়কে চাঁদাবাজি ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে।