মেয়াদ উত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৯ জন বেসামরিক ও ৪ জন সেনা সদস্য। ঘটনাটি ঘটে ১২ মে, সোমবার। সেনাবাহিনী জানায়, গোলাবারুদ ধ্বংসের কাজ শেষ হওয়ার পরই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে কীভাবে বেসামরিকরা জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত বছর মার্চেও এমন একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়ায় সেনাসহ নিহত ১৩
