26.4 C
Khulna
Monday, July 7, 2025

ফের নিউইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত হলেন পূর্ণিমার বোন শাহানা

নিউইয়র্ক সিটির কাউন্সিল নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এবং মুসলিম নারী শাহানা হানিফ, যিনি জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার ফুফাতো বোন। ব্রুকলিনের ৩৯ নম্বর আসন থেকে কাউন্সিল উইম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই।

বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন,
“গর্বের এক অসাধারণ মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় বোন শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর আসনে বিপুল ভোটে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়ে তাঁর সম্প্রদায়ের শক্তিশালী সমর্থন অর্জন করেছেন। শাহানার নিষ্ঠা, দৃঢ়তা এবং জনসেবার প্রতি তার অটল ভালোবাসারই এই বিজয় বাস্তব প্রতিফলন।”

পূর্ণিমা আরও লেখেন,
“সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় শাহানার নিরলস পরিশ্রম ও অঙ্গীকার আমাদের অনেককেই অনুপ্রাণিত করে। একজন বোন হিসেবে যেমন গর্বিত, তেমনি একজন বাংলাদেশি হিসেবেও এটা আমাদের পুরো সম্প্রদায়ের জন্য গর্বের মুহূর্ত। মাশাআল্লাহ — তোমার আলো ছড়িয়ে যাক, সেবার পথে অটুট থেকো এবং আমাদের গর্বিত করে যাও।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ