25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন আজ

আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৬তম জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দেড় দশক ধরে এ দিনটি বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে কোনো সরকারি কর্মসূচি নেই। সরকারিভাবেও জন্মদিন পালন করা হবে না। তবে শুক্রবার ঢাকার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ইউনূস নিজেই, যদিও তাঁর জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন সেখানে হয়নি।

ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী। দারিদ্র্য বিমোচনে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণা এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও নোবেল পুরস্কার পেয়েছে।

২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয়। এরপর তিনি সরকারের কড়া সমালোচনার শিকার হন এবং একাধিক মামলার মুখোমুখি হন। ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকার একটি শ্রম আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রয়োজন দেখা দেয়। ৮ আগস্ট ছাত্রনেতাদের আহ্বানে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. ইউনূস। বর্তমানে তাঁর নেতৃত্বে সরকার ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। পাশাপাশি সংবিধান, নির্বাচন ও প্রশাসনসহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সরকারপ্রধানদের জন্মদিন ঘটা করে উদযাপিত হতো। রাজনৈতিক ও সামাজিকভাবে দিনটি পালিত হতো, সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার দেখা যেত। বিজ্ঞাপন দিয়ে সরকারি প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলো জন্মদিন উদযাপন করত। কিন্তু দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূসের কার্যালয় স্পষ্টভাবে জানিয়ে দেয়, তাঁর জন্মদিনে কোনো ধরনের প্রচার বা ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। তাঁর ব্যক্তিগত জীবনও এখন আড়ালেই থাকছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ