25 C
Khulna
Tuesday, July 8, 2025

ভোরে এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের হাসাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (২৮ জুন) ভোরে সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোরের মধুগ্রাম থানার বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ থানার ইনসান আলির ছেলে ডা. জালাল (৬৫), ডা. আব্দুল হালিম (৫৫), এবং পাগলাদাহ থানার মো. বাপ্পির ছেলে হাসিব (৩২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস চলন্ত একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার কাজে যুক্ত হন।

এ ছাড়া হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে একযোগে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ