25.3 C
Khulna
Tuesday, July 8, 2025

চরমোনাই পীরের মহাসমাবেশে জামায়াতে ইসলামী-এন‌সি‌পি-হিন্দু মহাজোটের নেতারা

সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ডের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুর ২টায় শুরু হওয়া এই মহাসমাবেশে লাখো মানুষ অংশ নেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারাও যোগ দিয়েছেন। ইসলামী আন্দোলনের এ কর্মসূচিকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি।

মহাসমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।

সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিরোধিতার কারণে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ