ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় ইরানি জনগণের ঐক্য ও মর্যাদাকে প্রশংসা করেছেন। শনিবার (২৮ জুন) তেহরানে অনুষ্ঠিত জানাজায় তিনি বলেন, “এমন স্বাধীনতাপ্রিয় জাতির সেবা করাই আমার জীবনের সর্বোচ্চ গৌরব।”
তিনি এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “ভালোবাসায় শহীদদের বিদায় জানিয়েছেন আপনারা, আর বিশ্ব শুনেছে আমাদের ঐক্যের কণ্ঠস্বর।”
জানাজায় হাজারো মানুষ অংশ নেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগানে মুখর হয় রাজধানী।
উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের একপাক্ষিক হামলায় ৬০০ জনের বেশি নিহত হন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ মানুষ।