মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উমায়রা ইসলাম নামের এক নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার শহরের ক্লাব রোডের বাসা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, উমায়রা ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাহাবায়ে কেরাম ও ইসলাম ধর্ম নিয়ে দীর্ঘদিন ধরে অবমাননাকর মন্তব্য করে আসছেন। সর্বশেষ হযরত ওমর (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে দেওয়া একটি পোস্ট ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিগোচর হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় মৌলভীবাজারের মুসলিম কমিউনিটি, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়নি। তবে ঘটনাস্থলে মৌলভীবাজার মডেল থানার সামনে স্থানীয় মুসলমানদের উপস্থিতি ও ক্ষোভ বাড়ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “সাহাবিদের নিয়ে কটূক্তির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”