25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

এখন দেশের অবস্থা আরো খারাপ হয়েছে, আমরা ভুল করেছি – পাভেল

কুমিল্লায় গৃহবধূর দরজা ভেঙে ধর্ষণ, ভিডিও ফেসবুকে, ক্ষুব্ধ অভিনেতা পাভেলের মৃত্যুদণ্ড দাবি
কুমিল্লার মুরাদনগরে এক ২৫ বছর বয়সী নারীকে নিজ ঘরে দরজা ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শনিবার রাত থেকে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এই পাশবিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগরের একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর ধারণকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে এসে অভিনেতা পাভেল প্রায় ১৩ মিনিটের একটি ফেসবুক লাইভ করেন। লাইভে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন… এই নমুনা আপনাদের?” তিনি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি বা ক্রসফায়ারে দেওয়ার দাবি জানান।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে পাভেল বলেন, “স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে।”
অভিনেতা আরও বলেন, “আপনারা ধর্ষকদের মেরে ফেলেন… যারা ধর্ষক, কাজটা করসে তাদের মা-বাবা যদি বেঁচে থাকে… আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করেছে, ওদেরকে পারলে মেরে ফেলেন।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন পাভেল। তিনি বলেন, যদি ছাত্রনেতারা এখন আওয়াজ না তোলেন, তাহলে ধরে নেওয়া হবে যে তারা নিজেদের স্বার্থে আন্দোলন করেছিলেন।
লাইভের শেষে পাভেল তার অসুস্থ মায়ের জন্য দোয়া চান, যিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার একটি অপারেশন হওয়ার কথা রয়েছে। তার এই আবেগঘন লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই তার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ