25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

বটিয়াঘাটায় জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত এক, তিনজন গ্রেপ্তার

৩০ জুন খুলনা ।। প্রতিদিন খুলনা

খুলনার বটিয়াঘাটায় জমি দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শংকর প্রসাদ মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার (২৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শংকর প্রসাদ মন্ডল রাজধানীর নর্থ ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তিনি ছুটি কাটাতে নিজ গ্রামে ফেরেন এবং দেখতে পান, তার নিজ মালিকানাধীন জমিতে ভেড়িবাঁধ নির্মাণ করে মাছের ঘের করা হচ্ছে। তিনি বাঁধ কেটে দিতে গেলে অভিযুক্ত স্বপন মন্ডল, কালিদাসী মন্ডল ও নুপুর ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে তাকে মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী অঞ্জনা মন্ডল ওই দিনই বটিয়াঘাটা থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নম্বর-০৯) দায়ের করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ