25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী রফিকুলকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

খুলনার আলিয়া মাদ্রাসা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী রফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ স্থানীয়রা। সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম রূপসা উপজেলার ইস্পাহানি গলির বাসিন্দা শাহজাহান সরদারের ছেলে। তিনি এক সময় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে রূপসা ক্ষুদ্র সমবায় সমিতিতে কর্মরত।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে রফিকুল ইসলাম ছাত্রলীগের নাম ব্যবহার করে শিবির সন্দেহে মাদ্রাসার অনেক নিরীহ ছাত্রকে মারধর ও হয়রানি করতেন। এমনকি কয়েকজনকে পুলিশে ধরিয়েও দেন তিনি। দীর্ঘদিন ধরে এই আচরণের কারণে এলাকাবাসীর মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে। সোমবার রাতে তিনি মাদ্রাসা এলাকায় প্রবেশ করলে উত্তেজিত জনতা তাঁকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে তারা পুলিশে খবর দিলে খুলনা সদর থানা পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা রফিকুল ইসলামকে থানায় নিয়ে এসেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় থেকে নানা অপকর্ম করতেন। তাঁর বিরুদ্ধে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ