25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

ক্যান্সার আক্রান্ত খুবি শিক্ষার্থী রাকিব বাঁচতে চান, প্রয়োজন আর্থিক সহায়তা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিব হাসান ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের মতে, তার অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে, যার ফলে তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন। এই চিকিৎসার জন্য আনুমানিক ৫০ লাখ টাকার প্রয়োজন, যা রাকিবের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। রাকিবের বাবা বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম নন এবং বড় ভাই একাই পরিবারের আয়-রোজগারের দায়িত্বে আছেন। ইতোমধ্যে পরিবারের সব জমিজমা বিক্রি করে চিকিৎসার খরচ চালাতে গিয়ে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা পেলে রাকিবের সুস্থ হয়ে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে। তাই তার পরিবার ও সহপাঠীরা দেশের সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যেন রাকিব আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

রাকিব হাসান জানান, তার অস্থিমজ্জা পুরোপুরি বিকল হয়ে গেছে। অস্থিমজ্জা প্রতিস্থাপন না হলে বাঁচানো সম্ভব না। ক্যান্সার রোগীর এমআরডি থাকা উচিত সর্বোচ্চ ০ দশমিক ১ শতাংশ অথচ রিপোর্টে এসেছে ৭ দশমিক ৭৯ শতাংশ—প্রায় ৭০০ গুণ বেশি।

রাকিবের জন্য সাহায্য পাঠাতে…
বিকাশ: ০১৭৮৭৭৬১২২৬ (মাহমুদুল হাসান), ০১৭৯৫৪৬৯৩২১ (তাওসীফ অনিক), ০১৭৪৮৬৪১৪১৪ (অমিত দেবনাথ),
০১৭২৯৪০৮৭১৩ (মোঃ আতাউল্লাহ)

রকেটঃ ০১৬২৫১৫৩৪৪১৫ (তাওসীফ অনিক)
নগদঃ ০১৭৬৬২২৫১৮৬ (সুজন দাস)
ব্যাংকঃ অগ্রণী ব্যাংক
হিসাবঃ 18 BATCH, LAW DISCIPLINE, KU
হিসাব নম্বরঃ ০২০০০২৪০০৫৫৬৪
ব্রাঞ্চঃ অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা
রাউটিং নম্বরঃ ০১০৪৭১৬৯০

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ