26.4 C
Khulna
Monday, July 7, 2025

কেসিসি’র সাবেক সংরক্ষিত কাউন্সিলর বেবীর মৃত্যু

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমেনা হালিম বেবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা হালিম বেবী দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতাল পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর পর তার মরদেহ হাসপাতাল থেকে বয়রাস্থ নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে, সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। তার জানাজা আজ আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ