26.4 C
Khulna
Monday, July 7, 2025

ভাই মাস্ক, তোমার পাশে ১০০ কোটির বেশি মানুষ!’—ট্রাম্পের বিরুদ্ধে চীনের খোলা সমর্থন!

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক—এক সময় ছিলেন যেন অবিচ্ছেদ্য এক যুগল, কিন্তু এখন তাদের সম্পর্ক চরম ভাঙনের মুখে। এই ভাঙন শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে চীনের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব এখন তুমুল আলোচনার বিষয়, যেখানে বেশিরভাগ মানুষ মাস্কের পক্ষেই মত দিচ্ছেন।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটান মাস্ক নিজেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন—যদি ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় সংক্রান্ত বিলটি পাস হয়, তবে তিনি নতুন রাজনৈতিক দল “আমেরিকা পার্টি” গঠন করবেন। বিলটিকে মাস্ক ‘উন্মাদনা’ বলে আখ্যা দিয়েছেন। এই বিলটি ইতিমধ্যে সিনেট পাস করেছে এবং এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩.৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাস্ক আগেই বলেছিলেন, যারা এই বিল সমর্থন করবেন, তিনি তাদের রাজনৈতিকভাবে পরাস্ত করতে চান।

বিল পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে #MuskWantsToBuildAnAmericaParty হ্যাশট্যাগটি ভাইরাল হয়ে পড়ে। এখন পর্যন্ত ৩ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন।

একজন নেটিজেন লিখেছেন, “মাস্ক যদি রাজনৈতিক দল গঠন করেন, তাহলে তার প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি রাজনীতিতে এক নতুন ধারা আনতে পারে।” আরেকজন বলেন, “যখন আর সহ্য করা যায় না, তখন চুপ থাকার মানে হয় না।” সবচেয়ে আলোচিত মন্তব্য ছিল

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ