26.6 C
Khulna
Monday, July 7, 2025

সাবেক এমপি দুর্জয় গ্রেফতার

আমরা বিএনপির পুলিশ চাই না। আওয়ামী লীগ দলীয় পুলিশ চেয়েছিল, তারা প্রশাসনকে দলীয়করণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের অস্ত্র বানিয়েছিল। তার ভয়াবহ পরিণতি আপনারা নিজেরাই দেখেছেন’—কঠোর ভাষায় এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২ জুলাই) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তৃতাকালে হাসনাত বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, জনগণের রাষ্ট্র গড়ার কথা বলছি। তাই যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন—বিশেষ করে পুলিশ সদস্যদের প্রতি আমাদের আহ্বান, আপনারা কোনো দলের নয়, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। দলীয় চিন্তার বাহক হবেন না, বরং জনগণের পাশে দাঁড়ান।”

তিনি বলেন, “চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন আন্দোলনকারী এবং চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনা প্রমাণ করে, রাষ্ট্রীয় বাহিনী যেন আবারও দলীয় হাতিয়ারে পরিণত হচ্ছে।”

এনসিপি নেতা এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে, ৫ আগস্টের মতো ঘটনারও পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে।”

রাজারহাটসহ আশপাশের এলাকা থেকে আসা এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন। সভামঞ্চ থেকে বারবার উচ্চারিত হয় স্লোগান—“দল নয়, দেশ আগে”, “পুলিশ হবে জনগণের”।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ