26.4 C
Khulna
Monday, July 7, 2025

রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নেওয়া একটি গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ হামলা চালানো হয়।

এর আগে, একই স্থানে টানা দুই দিন ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। একবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল হামলা চালানো হয়, যাতে দলের চারজন নেতাকর্মী আহত হন।

বুধবার রাতের ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

এদিকে ককটেল হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অনেকেই এই হামলার জন্য ‘ফ্যাসিস্টদের দোসর ও অনুসারীদের’ দায়ী করে মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, এমন হামলা প্রমাণ করে এনসিপি এখন সত্যিকার অর্থেই একটি গণমানুষের দলে পরিণত হতে শুরু করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ