26.6 C
Khulna
Monday, July 7, 2025

আসিফ মাহমুদ আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে : পিনাকী

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফ্যাশন স্টাইল নিয়ে প্রশংসা করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “এই তরুণ ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন।”

পোস্টে আসিফ মাহমুদের একটি ছবি যুক্ত করে পিনাকী লিখেছেন, “একটা ফ্যাশন টিপস। ছবিতে দেখা যাচ্ছে, একজন তরুণ অফ-হোয়াইট ব্লেজার, টি-শার্ট ও ট্রাউজারের সঙ্গে পরেছেন হোয়াইট স্পোর্টি স্নিকার। এই লুকটাকে বলে টোন-অন-টোন— মানে পোশাকের প্রতিটি উপাদান হালকা রঙের, যেটা দেখতে ভারসাম্যপূর্ণ ও রুচিশীল।”

তিনি আরও বলেন, “এটি ফর্মাল-ক্যাজুয়াল মিক্স ধরনের একটি স্টাইল। ব্লেজার ও ট্রাউজার সাধারণত ফর্মাল, কিন্তু স্নিকার যোগ হলে তা স্মার্ট-ক্যাজুয়াল হয়ে ওঠে। এই ধারা এখন তরুণ উদ্যোক্তা, মিডিয়া পারসন এবং অফিসিয়াল মিটিংয়ের জন্য খুবই জনপ্রিয়। কারণ, স্নিকার মানে হলো কমফোর্ট— আর যদি সেটা পরিপাটি ফর্মাল লুকের সঙ্গে কনট্রাস্ট করে, তখন সেটাই হয়ে ওঠে স্টাইল স্টেটমেন্ট।”

পিনাকী আরও বলেন, “আগে ফর্মাল মানেই ছিলো অক্সফোর্ড শু, কিন্তু এখনকার প্রজন্ম সেই ধারা ভেঙে নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করছে। এই লুক ক্যামেরা-ফ্রেন্ডলি এবং সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। এটি ‘নিউ এজ এক্সিকিউটিভ’ বা ‘ইয়াং চেঞ্জমেকার’ লুক হিসেবে ধরা হয়।”

তিনি সবাইকে ফ্যাশন সচেতন ব্যক্তিদের কিছু ছবি দেখতেও আহ্বান জানান, যেখানে সবার পায়ে স্নিকার পরা দেখা যায়। শেষে তিনি যোগ করেন, “যদি আপনি আত্মবিশ্বাসী, আধুনিক এবং কিছুটা ক্রিয়েটিভ ইমপ্রেশন দিতে চান— তবে ব্লেজার আর স্নিকার কম্বিনেশন নিঃসন্দেহে উপযুক্ত। এই তরুণ ভবিষ্যতের নেতা হয়ে উঠতে পারেন। এলাহী ভরসা।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ