কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারত উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ‘অপারেশন সিন্দুর’ চলাকালে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এলাকায় ২৫০-এরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি।
প্রতিবেদনে আরও বলা হয়, এত বড় ক্ষয়ক্ষতির পরও ভারতের পক্ষ থেকে তা প্রকাশ্যে স্বীকার করা হয়নি। এতে দেশটির সেনাবাহিনী অভ্যন্তরীণভাবে প্রবল চাপ ও সমালোচনার মুখোমুখি হচ্ছে।