25.9 C
Khulna
Tuesday, July 8, 2025

৭৫ মুক্তিযোদ্ধার বিদেশ সফরে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা

জুলাইযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যয় ৩০০ কোটি টাকার বেশি: রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে ৭৮ কোটি ৫২ লাখ টাকা।

প্রতিবেদনে আরও জানানো হয়, জুলাই অভ্যুত্থানে শহীদ ৮৪৪ জনের নামসহ মোট ১২ হাজার ৪৩ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২৮ এপ্রিল ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠার গেজেট প্রকাশ করা হয় এবং ১৭ জুন জারি করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’। অধিদফতরের জন্য ২০টি নতুন পদ সৃষ্টির কথাও জানানো হয়।

৭৫৫টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৫ কোটি ৫৬ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৬৭২ জন উত্তরাধিকারী সঞ্চয়পত্র পেয়েছেন।

চেক বিতরণের হিসাব অনুযায়ী,

‘এ’ ক্যাটাগরির ৪৯৩ জনকে ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকা,

‘বি’ ক্যাটাগরির ৯০৮ জনকে ১ লাখ টাকা করে ৯ কোটি ৮ লাখ টাকা,

‘সি’ ক্যাটাগরির ১০ হাজার ৬৪২ জনকে ১ লাখ টাকা করে ১০৬ কোটি ৪২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’ অর্থ বিভাগের সম্মতির জন্য পাঠানো হয়েছে এবং কর্মচারী নিয়োগ বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ