ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির ফাঁকে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে ইরান। মঙ্গলবার (৮ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি হামলায় আকাশ প্রতিরক্ষায় ক্ষয়ক্ষতির পর দ্রুত সেই ঘাটতি পূরণে ইরান এই ব্যবস্থা গ্রহণ করেছে। মিডল ইস্ট আই-কে একাধিক সূত্র জানায়, গত ২৪ জুন ইরান-ইসরাইল সংঘর্ষে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরপরই এসব প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হয়।
একজন আরব গোয়েন্দা কর্মকর্তা বলেন, “তেহরান তার আকাশ প্রতিরক্ষা পুনর্গঠন ও শক্তিশালী করছে—এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও তাদের আরব মিত্রদের জানা রয়েছে।”
তবে ঠিক কতসংখ্যক প্রতিরক্ষা ব্যবস্থা ইরান পেয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। একাধিক সূত্র জানিয়েছে, এসব প্রতিরক্ষার বিনিময়ে ইরান চীনকে তেল পাঠাচ্ছে।
চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে, ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত ও কনডেনসেট তেল রপ্তানি হয় চীনে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন বিগত কয়েক বছর ধরে ব্যাপকহারে ইরানি তেল কিনছে। মালয়েশিয়াসহ কিছু দেশকে রুট হিসেবে ব্যবহার করে এসব তেল রপ্তানি করা হচ্ছে, যাতে উৎস গোপন রাখা যায়।