25.9 C
Khulna
Thursday, July 10, 2025

আদালতে পলকের কান্না, যা জানালেন আইনজীবী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

ভোর থেকে টানা বৃষ্টির মধ্যে তাকে আওয়ামী লীগের আরও কয়েকজন সাবেক মন্ত্রী-এমপির সঙ্গে আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল সোয়া ১০টার দিকে বৃষ্টি কিছুটা কমলে তাদের কাঠগড়ায় তোলা হয়। এ সময় পলককে আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। শুনানিকালে ও পরে হাজতখানায় ফেরত নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, যাত্রাবাড়ীর মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে আদালতে আনা হয়। সেখানে এসে পলক জানতে পারেন, তার নির্বাচনী এলাকার কয়েকজন লোক মারা গেছেন। এ খবরে তিনি শোকাভিভূত হয়ে পড়েন এবং আবেগে কাঁদতে থাকেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ