27.1 C
Khulna
Thursday, July 10, 2025

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, পুতিন যদি ইউক্রেনে আগ্রাসন চালান, তবে তিনি মস্কোয় বোমা ফেলবেন। একই ধরনের হুমকি তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও দিয়েছিলেন তাইওয়ান ইস্যুতে।

গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দাবি, তারা ওই বৈঠকের একটি অডিও হাতে পেয়েছে।

এদিকে বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। দেশটি রাতের আঁধারে ৭০০-র বেশি ড্রোন ও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, রাশিয়া এক রাতে রেকর্ড ৭২৮টি ড্রোন ও ১৩টি মিসাইল ছুড়েছে। তবে ইউক্রেন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের নিরসনে শান্তি আলোচনা চললেও তা এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। কিয়েভ ট্রাম্পের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হলেও মস্কো এখনও সাড়া দেয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইউক্রেনে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ করেছিল। তবে ট্রাম্প নতুন এক ঘোষণায় সেই সহায়তা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের নির্দেশ তিনি দিয়েছেন, যাতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ