28.1 C
Khulna
Sunday, July 13, 2025

কোনো মতেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ বা নিম্নকক্ষ নির্বাচনের বিরোধিতা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই পদ্ধতি দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় উপযোগী নয় এবং তা কার্যকর গণতন্ত্রের পরিপন্থী।

সংখ্যানুপাতিক পদ্ধতির বিরুদ্ধে যুক্তি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে জনগণ নির্দিষ্ট আসনে জনপ্রতিনিধি দেখে ভোট দেয়। পিআর পদ্ধতিতে একাধিক প্রতিনিধিত্ব ভোটারদের আগ্রহ কমাবে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ না থাকাও এই ব্যবস্থার বড় সীমাবদ্ধতা। ক্ষুদ্র দলগুলোর ভোট কম হলেও পিআর পদ্ধতিতে বেশি আসন পাওয়ার ঝুঁকি তৈরি হয়, যার ফলে স্থায়ী সরকার গঠন কঠিন হবে এবং সংসদ ঝুলন্ত অবস্থায় থাকবে।

বিএনপি মনে করে, একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে আইনের শাসন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

‘ফ্যাসিবাদ’ নিয়ে সমালোচনার জবাবে সালাহউদ্দিন বলেন, আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে ও স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে স্বাধীনভাবে কাজ করছে। জনগণের রায়ই হবে চূড়ান্ত।

উচ্চকক্ষ গঠন বিষয়ে তিনি বলেন, এটি হতে হবে নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে—যেমন সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে হয়। উচ্চকক্ষে আসবেন সমাজে অবদান রাখা রাষ্ট্রবিজ্ঞানী, চিকিৎসক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। আইন প্রণয়নে এই কক্ষ সুপারিশমূলক মতামত দেবে, বাধ্যতামূলক ক্ষমতা থাকবে না।

জোট ও এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখন জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী নয়। এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে, তবে সেটি সময়ই নির্ধারণ করবে।

সংস্কার ও বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিচার স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে, তবে বিচারকে শর্ত বানিয়ে নির্বাচন এড়ানো রাজনৈতিক কৌশল মাত্র। জনগণই সবশেষ সিদ্ধান্ত নেবে।

নির্বাচনের সময়কাল নিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কেউ অংশ না নিলে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। বিএনপি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আশা করছে।

আওয়ামী লীগ সম্পর্কে তাঁর মন্তব্য, দলটি রাজনৈতিক আদর্শ হারিয়ে এখন একটি ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। তবে জনগণের শক্তির কাছে তারা কখনও সফল হতে পারবে না।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ