৫ কোটি টাকা চাঁদার দাবিতে যাত্রাবাড়িতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫

  • শেয়ার করুন

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া। সিদ্ধান্তটি অনুমোদন করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার যেকোনো অবৈধ কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং সকল নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে যাত্রাবাড়ি বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও বাস ভাঙচুরের অভিযোগ তুলেছেন শরীয়তপুরের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।

সম্মেলনে বক্তারা জানান, শরীয়তপুর সুপার সার্ভিসের বাস যাত্রাবাড়ি এলাকায় প্রবেশ করলেই ফাহিমের নেতৃত্বে হামলা চালানো হয়। গত দুই দিনে অন্তত ২৫টি বাস ভাঙচুর করা হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন চালক ও শ্রমিক। তাদের দাবি, ফাহিম এককালীন ৫ কোটি টাকা অথবা মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

শরীয়তপুর পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, “পদ্মা সেতু চালুর পর শান্তিপূর্ণভাবে চলাচল করলেও ৫ আগস্টের পর থেকে যাত্রাবাড়ির যুবদল নেতা ফাহিম স্ট্যান্ড দখল করে প্রতিদিন ৩০ হাজার টাকা করে চাঁদা আদায় করেছেন। এখন সেই অঙ্ক বাড়িয়ে ১০ লাখ টাকা মাসিক বা এককালীন ৫ কোটি টাকা দাবি করছেন।”

অভিযোগের বিষয়ে মুশফিকুর রহমান ফাহিম দাবি করেন, “আমাদের পরিবহন নিয়ন্ত্রণ করতে গিয়ে তারাই সমস্যা তৈরি করছে। তারা আমাদের বাস আটকে যাত্রী নামিয়ে দিচ্ছে, ব্যারিকেড দিচ্ছে। আমি যদি ৫ কোটি টাকা চাঁদা দাবি করে থাকি, তার প্রমাণ কোথায়? আমি কোনো অপরাধ করলে আইনের মাধ্যমে বিচার হোক।”

  • শেয়ার করুন