25.7 C
Khulna
Tuesday, July 15, 2025

ছাত্রদলের স্লোগান: ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’

নওগাঁ শহরের রাজপথে মুখরিত হয়ে ওঠে স্লোগানে—‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টারিম কী করে’। এসব স্লোগান দিয়েই সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে নওগাঁ জেলা ছাত্রদল।

পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কেডির মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

বক্তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে সোহাগকে হত্যা করে উল্লাস করা হয়েছে, যা শুধু নৃশংস নয়, বরং মানবতাবিরোধী। নওগাঁ জেলা ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি গোপন সংগঠন দেশজুড়ে মব তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে সারাদেশেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যার দায় সরকারকেই নিতে হবে।

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হলে, ছাত্রদল আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, ছাত্রনেতা আবু সালেহ স্নেহ, ফায়সাল আজম অলি, হাফিজুর রহমান আকাশ, আজিজুল ইসলাম, তাইজুল ইসলাম তাজ, মনোয়ার হোসেন রাঙ্গা, শাজাহান বাদশা, আল-আমিন বাদশা, হৃদয় মাহমুদ, মুন, সঞ্জীবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ