খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণ, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার | গ্রেফতার ২ অপহরণকারী
খুলনা নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে। খুলনা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে নগরীর খুলনা থানাধীন ৪ নম্বর ঘাট এলাকা থেকে জোরপূর্বক একটি ট্রলারে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
ভিকটিমের স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কয়েকদিন ধরে তার স্বামীর কাছে অপহরণকারীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সুশান্ত কুমার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অপহরণকারীরা সুশান্তকে তুলে নেওয়ার পর শারীরিকভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল সোমবার (১৪ জুলাই) তেরখাদা থানার আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপসা থানার আইচগাতি এলাকার আলমগীর কবির (৪৮) এবং শিরগাতী এলাকার মুসা খান (২৮) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৬, তারিখ-১৪/০৭/২০২৫)। মামলায় পেনাল কোডের ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।