27.1 C
Khulna
Tuesday, July 15, 2025

চরমোনাই দরবারে হঠাৎ হাজির নাহিদ

চরমোনাই দরবারে রাতের সফরে এনসিপি নেতারা, ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশাল বিভাগ সফর করছেন। এই কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল চরমোনাই দরবার শরীফ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় এনসিপি নেতাদের সঙ্গে তার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই পক্ষ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আধ্যাত্মিক ও সামাজিক নানা ইস্যু নিয়ে মতবিনিময় করেন। পরে ফয়জুল করীম ও নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ জানান, এনসিপির শীর্ষ নেতারা রাতে চরমোনাই পীরের বাসভবনে যান এবং সেখানে রাতের খাবার শেষে বরিশাল নগরীতে ফিরে আসেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ