জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ঢাকাসহ সারাদেশে মিছিল, সভা ও গণসংযোগ কর্মসূচি চলছে পুরোদমে। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ সমাবেশকে দলটির ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি ও সাড়া জাগানো সমাবেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে তারা।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে লঞ্চ ও ট্রেন পরিবহন এড়িয়ে গিয়ে ১০ হাজারের বেশি বাস ভাড়া করা হয়েছে। তিনি আশা করছেন, এই সমাবেশে ১০ লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ছয় হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
সমাবেশ বাস্তবায়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে সোয়া এক ঘণ্টা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করে জামায়াত নেতারা। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।