28.9 C
Khulna
Friday, July 18, 2025

গোপালগঞ্জে হামলায় ৭৫ জনের নামে মামলা, আটক ৪৫

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষের জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আজ দ্বিতীয় দিনের মতো জেলায় কারফিউ চলছে। সকাল ১১টা পর্যন্ত কারফিউ ছিল, এরপর তিন ঘণ্টার বিরতি দিয়ে দুপুর ২টা থেকে আবারও তা কার্যকর হবে।

সকালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। জরুরি পরিষেবাগুলো চালু থাকলেও প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত। তবে সকালবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এ পর্যন্ত যৌথ বাহিনীর হাতে ৪৫ জন আটক হয়েছে।

এদিকে, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও সাড়ে চারশ’ থেকে পাঁচশ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ