28.9 C
Khulna
Friday, July 18, 2025

জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন: ফয়জুল করীম

চরমোনাই পীরের দাবি: “জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী দলগুলোকে একবার সুযোগ দিন”

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “জিয়াউর রহমান এই দেশে রাজাকারদের প্রতিষ্ঠা করেছেন, তার সরকারের অনেকেই রাজাকার ছিলেন।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা একসময় ছাত্র-জনতাকে রাজাকার বলেছিলেন, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার দলের কর্মীরা গণতন্ত্র বোঝে না। আগে তাদের গণতন্ত্র শেখান, তারপর অন্য দলের সমালোচনা করুন।”

চরমোনাই পীর বলেন, “দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির শাসন দেখেছে। এবার তারা ইসলামী দলগুলোর শাসন দেখতে চায়। হক ও বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। একবার ইসলামী দলগুলোকে সুযোগ দিন, যদি আমরা দুর্নীতি করি, ভবিষ্যতে আর ভোট দেবেন না।”

সভায় তিনি ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নুরুল করীম আকরাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, কারী হাবীব উল্লাহ বেলালী, উত্তর জেলা সভাপতি হাদীউল ইসলাম, ত্রিশাল উপজেলা সভাপতি ইব্রাহীম খলিল উল্লাহ, খেলাফত মজলিশের ত্রিশাল শাখার সভাপতি আবু তাহের এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিশাল সভাপতি শ্রী রাক্ষাল প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ