27.5 C
Khulna
Saturday, July 19, 2025

হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই: সারজিস

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে আয়োজিত এনসিপির এক পথসভায় তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”

তিনি আরও বলেন, “দেশ এখনও সত্যিকারের স্বাধীন হয়নি। যতদিন ফ্যাসিবাদ টিকে থাকবে, ততদিন এই স্বাধীনতা পূর্ণতা পাবে না। শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিদেশ থেকে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান সারজিস।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, “নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়তে হবে।”

সভায় হাসনাত আব্দুল্লাহ আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমবেত হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের কর্মসূচি ঘোষণা করেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ