ডা. শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ : পিনাকী

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫

  • শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন লেখক, চিকিৎসক, রাজনৈতিক বিশ্লেষক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। রোববার (২০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পিনাকী ভট্টাচার্য লেখেন, “ডা. শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম। তিনি এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। ডিহাইড্রেশনের কারণে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন—অনেক ঘামলেও ঠিকমতো পানি খাননি। এমআরআই করা হয়েছে, কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি। বর্তমানে হলটার মনিটরিং চলছে, যা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে—হৃদস্পন্দনের কোনো জটিলতা আছে কি না তা দেখতে। আশা করছি, এটিও ঠিক থাকবে। তবে চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সারা দেশের মানুষ তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।”

উল্লেখ্য, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • শেয়ার করুন