25 C
Khulna
Friday, August 8, 2025

বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: মুফতি রেজউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি নেতৃত্বে থাকাকালে দেশকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন করেছিল। তিনি বলেন, এখনো তারা ক্ষমতার জন্য যা করছে তা জনগণের চোখের সামনে পরিষ্কার। ক্ষমতায় গেলে তারা আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রথমে একা নির্বাচনে অংশ নিয়েছিল, সফল হয়নি। পরে তারা ইসলামি ভাবমূর্তি তুলে ধরে—হজ্ব, তসবি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করে। মানুষ ভেবেছিল তারা তওবা করেছে, তাই আবার ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় এসেই দুর্নীতিতে হ্যাটট্রিক করে। মেয়াদও শেষ করতে পারেনি। পরে “মাইনাস টু ফর্মুলা” নিয়ে নতুন সরকার আসে।

রবিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি মনসুর আহমাদ সাকী।

আওয়ামী লীগ প্রসঙ্গে মুফতি রেজাউল করিম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে কী করেছে তা দেশবাসী দেখেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। আর এখন বিএনপি আবার ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, দুর্নীতিতে যারা অতীতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা আবারও ক্ষমতায় গেলে একই কাজ করবে। এখন যারা নেতা-নেত্রীদের জন্য আবেগে ভাসছে, তখন তাদের কাউকেই পাশে পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ