25.2 C
Khulna
Friday, August 8, 2025

২০ মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জনের

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৭, এখনও শনাক্ত হয়নি ৬ মরদেহ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষিকা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এখনও ৬টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। উত্তরা আধুনিক হাসপাতালে থাকা একটি মরদেহের দেহাবশেষ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনায় আহত হয়ে মোট ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৫ জন, সিএমএইচে ২৭ জন, ঢামেকে ৩ জন, লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১০ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ১৬ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের অনেকেই হতাহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ও বিজিবিও অভিযানে যোগ দেয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহৃত হয়।

উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও শোকের ছায়া বিরাজ করছে রাজধানীজুড়ে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ