খুলনায় সাজাপ্রাপ্ত আসামী হাসিব শেখ গ্রেফতার

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে খুলনার ট্যাংকলরী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দৌলতপুর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামী হাসিব শেখ (২০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসিব শেখ, পিতা মোঃ আজিজ শেখ, সাং-কাশিপুর, থানা-খালিশপুর, খুলনা। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় এফআইআর নং-১২(৯)১৯, জিআর নং-২৭৭, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী আদালত তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত হাসিব শেখের বিরুদ্ধে অতীতেও আরও ৪টি মামলা রয়েছে। তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খালিশপুর থানা পুলিশের এই সাফল্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

  • শেয়ার করুন