ঢাকার উত্তরায় চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার সময় ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি (৫৫) কে আটক করেছে স্থানীয় ছাত্র ও জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ছয় দফা দাবির আন্দোলন চলাকালে। আন্দোলন চলাকালে রাফি পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন বলে জানা যায়। তার আচরণে সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে আটক করে।
রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক হিসেবে পরিচিত। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ২০ জুন ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ১৫২ জনকে আসামি করা হয়, যেখানে রাফি ছিলেন ১০৩ নম্বর আসামি।
মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং ঢাকায় অবস্থান করছিলেন। মাইলস্টোন স্কুলের একটি বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করলে তিনি সেখানে গিয়ে উসকানিমূলক আচরণ করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, রিয়াদ মাহমুদ রাফিকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত রাফিকে ফেনীতে আনার প্রক্রিয়া চলছে।