30.5 C
Khulna
Tuesday, August 5, 2025

সচিবালয়ে ধ্বংসযজ্ঞ: নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডার গ্রেপ্তার

সচিবালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন ক্যাডারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো—অভিষেক সিকদার, আবু সুফিয়ান ও আশিকুর রহমান। অভিষেক বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের প্রাণচিশ সিকদারের ছেলে। আবু সুফিয়ান কুমিল্লার লাকসাম উপজেলার আমির হোসেনের ছেলে। আশিকুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়ায়, তার পিতা জয়নাল আবদিন।

সচিবালয়ের ভাঙচুরের পর বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপরই ধারাবাহিক অভিযানে এ তিনজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ