28.2 C
Khulna
Tuesday, August 5, 2025

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈমুল দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা তোতা ইসলামের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ রহমান জানান, ঘটনার সময় বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় নাঈমুল ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মেইন রোডের দিকে যাচ্ছিলেন। তখন খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনের নিচে পড়ে গিয়ে তার ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নাঈমুলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, এটি একটি অসাবধানতাবশত ঘটিত দুর্ঘটনা। প্রাথমিক আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ