27.9 C
Khulna
Thursday, July 31, 2025

খুলনার রূপসায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ ব্যক্তি আটক

অবশ্যই, প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে একটি
খুলনার রূপসা উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম ব্যাপারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির নানা মুনসুর আলী বাদী হয়ে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সালাম ব্যাপারীকে শনিবার (২৬ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই, বুধবার, দুপুরে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী মুন ইটভাটার ঘাটে একা গোসল করতে যায়। এই সুযোগে সালাম ব্যাপারী শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে এবং তার পরিবারের সদস্যদের কাছে ভয়ংকর এই ঘটনাটি খুলে বলে।
ঘটনা জানার পর পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এই অমানবিক ঘটনায় শিশুটির নানা মুনসুর আলী বাদী হয়ে অভিযুক্ত সালাম ব্যাপারীকে একমাত্র আসামি করে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রূপসা থানা পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত সালাম ব্যাপারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রূপসা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ