27.9 C
Khulna
Thursday, July 31, 2025

ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)–এর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার একটি বিলের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জ্যোতি মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গত রোববার তিনি চিকিৎসার জন্য টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে যান। ওই সময় ভারী বৃষ্টির কারণে রাস্তা ও ড্রেনের পানি উপচে পড়ে। পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় চলার সময় অসাবধানতাবশত তিনি খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ঘটনাস্থলের ম্যানহোলটির গভীরতা ছিল প্রায় ১০ ফুট এবং অতিরিক্ত বৃষ্টির কারণে তা সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত ছিল। দীর্ঘ অনুসন্ধান শেষে মঙ্গলবার সকালে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হয়। সকালে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ