খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২ আগস্ট) বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-২৯০/২০ (সাজাপ্রাপ্ত) মামলায় দণ্ডপ্রাপ্ত শাহারুল (২১), পিতা-সাইদুল হক, সাং–বৈকালী জিপিওর দক্ষিণ পাশে, থানা–খালিশপুর, খুলনাকে গ্রেফতার করা হয়।
আদালতের রায়ে তার বিরুদ্ধে ৮ মাস সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে খালিশপুর থানা পুলিশ।