খুলনার ফুলতলা উপজেলার বেসরকারি সুপার জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
পর্যায়ক্রমে খুলনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাটে আগুন লাগার কারণে মিলের ভেতর এখনো ধোঁয়া নির্গত হচ্ছে, যা সম্পূর্ণ নির্বাপনে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।