খুলনায় গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী গ্রেপ্তার, পিস্তলের কার্তুজ ও নগদ টাকা উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫

  • শেয়ার করুন

খুলনার রূপসায় অভিযান চালিয়ে পিস্তলের তাজা কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহাগ হাসান শেখ ওরফে আবির (৩৪) নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের ইশারাফ শেখের ছেলে।

রূপসা থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে ইলাইপুর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জাবুসার মোড় এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়, তবে তার সহযোগী ২-৩ জন পালিয়ে যায়।

তল্লাশিতে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, মাদকদ্রব্য, অস্ত্র কেনাবেচার নগদ ১৭ হাজার ১১০ টাকা এবং মোটরসাইকেলের সিটের নিচ থেকে কালো কসটেপে মোড়ানো ৭.৬৫ এমএম পিস্তলের ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি রাখার কথা স্বীকার করেছে।

  • শেয়ার করুন